করোনার থাবায় ক্ষত-বিক্ষত পুরোবিশ্ব। যতই দিন যাচ্ছে ততই পরিস্থিতি ভয়াবহতার দিকে এগোচ্ছে। দেশেও চলছে সরকারের সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউন। করোনাভাইরাসের ঝুঁকি কমাতে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ করে সরকার। তাই যানবাহন শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রায় দেড় মাস ধরে।
এর মধ্যে সরকার রোববার ( ১০ মে) থেকে মার্কেট খোলার অনুমতি দিলেও সড়কে যানবাহন চলাচলের অনুমতি না দেওয়ায় নগরের এ কে খান মোড়ে রাস্তা অবরোধ করে টেম্পো শ্রমিক ও সিএনজি অটো রিকশাচালকরা।
শনিবার (৯ মে) সকালে তারা প্রায় দুই-তিন ঘন্টা রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা জানান পণ্যবাহী গাড়ি চলাচল করছে আমরা কি দোষ করেছি। তারা সরকারের কাছে গাড়ি চলাচলের অনুমতির দাবি জানান। পরে পুলিশের কয়েকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।