ঈদের আগ পর্যন্ত চট্টগ্রামের সব বিপণিবিতান বন্ধ

করোনা ঝুঁকির কথা বিবেচনায় রেখে চট্টগ্রামের সব বিপণিবিতান ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

- Advertisement -

শনিবার (৯ মে) দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা। বৈঠকে জানানো হয়, অনলাইনে ক্রেতারা তাদের কেনাকাটা করতে পারবেন।

- Advertisement -google news follower

দোকান মালিক সমিতির নেতারা জানান, গুটিকয়েক শপিং মল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার পক্ষে মত দিলেও বেশিরভাগ মালিক এর বিপক্ষে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কেটের পাশাপাশি ফুটপাতে কোনও হকার বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

সভায় আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তারা।

- Advertisement -islamibank

এর আগে মিমি সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অভিজাত ১১টি বিপণিবিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM