করোনায় অ্যাডভোকেট স্বভূ প্রসাদ বিশ্বাসের ব্যতিক্রমী কর্মসূচি

ত্রাণ কার্যক্রমে ব্যতিক্রমী এক কর্মসূচি নিয়েছেন বিশিষ্ট আইনজীবী স্বভূপ্রসাদ বিশ্বাস। কর্মসূচির অংশ হিসেবে নগরের পাশাপাশি তিনি ত্রাণ পাঠিয়েছেন গ্রামের মানুষদের কাছে। গত ৮ মে (শুক্রবার) পটিয়ার চক্রশালায় ত্রাণসামগ্রী প্রার্থীদের হাতে এগুলো তুলে দেওয়া হয়।

- Advertisement -

অ্যাডভোকেট স্বভূপ্রসাদ বিশ্বাস বলেন, করোনার ক্রান্তিলগ্নে অজস্র মানুষ ভীষণ কষ্টে দিনযাপন করছে। অসহায় এসব মানুষের কথা মাথায় রেখে মানবিক কারণে আমি এ কর্মসূচি হাতে নিয়েছি। যতদিন সংকট চলবে ততদিন কর্মসূচির অব্যাহত রাখার চেষ্টা করবো।

- Advertisement -google news follower

ত্রাণ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন স্থানীয় ইউপি সদস্য সুনীল দে। এতে সহায়তা করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনু বিশ্বাস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, ব্যারিস্টার অচিন্ত্য রতন বিশ্বাস, অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, ইঞ্জিনিয়ার গৌতম কৃষ্ণ বিশ্বাস, ড. ভজন কুমার বিশ্বাস ও সমাজকর্মী পূজন হরি বিশ্বাস। ত্রাণ কার্যক্রমে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM