লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে শিশুসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে ফৌজদারহাট এলাকায় স্থাপিত বিআইটিআইডি থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
ইতোপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো দুই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। এ ব্যাপারে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী যথাক্রমে ইন্দিরা চৌধুরী, প্রদীপ দে, রত্না বড়ুয়া ও তার মা রেনুবালা বড়ুয়া এবং ছেলে ধ্রুব বড়ুয়া, বিথী হাওলাদার, মো. মাসুদ ও তার শিশু সন্তান, ইয়ামুন নাহার, উত্তম বড়ুয়া, মোক্তার হোসেন ও মহিউদ্দিন সিকদার।
একদিনেই হাসপাতালের ১২ জন করোনা পজিটিভ আসে। এছাড়াও উপজেলার আমিরবাদে একজন এবং চুনতিতে একজন করোনা আক্রান্তের সংবাদ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জয়নিউজকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা সীমিত করার পরিকল্পনা আছে। করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।