বান্দরবানে হাসপাতালে চালু হলো জীবাণুনাশক টানেল

করোনা ভাইরাসের সংক্রমন রোধে বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১১ মে) সকালে সদর হাসপাতালের মূল গেইটে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা।

- Advertisement -google news follower

স্বাস্থ্য বিভাগ জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এই  জীবাণুনাশক টানেল দেওয়া হয়েছে। হাসপাতালে আসা সকলে এখন থেকে এই জীবাণুনাশক টানেলের মধ্যে প্রবেশ করে হাসপাতালে প্রবেশের সুযোগ পাবে। আর এতে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।

জয়নিউজ/শাহরিয়ার/পিডি

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM