মাছের আড়তে একজন করোনাক্রান্ত করেছে ৫৩৩ জনকে

আফ্রিকার দেশ ঘানার আটলান্টিক সিফ্রন্ট শহরের একটি মাছের আড়তে একজন ব্যক্তি করোনা আক্রান্ত করেছেন ৫৩৩ জনকে। দেশটির রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দো এমনটাই জানিয়েছেন।

- Advertisement -

তিনি বলেছেন, ‘মাছ প্রক্রিয়াজাত করার কারখানায় একজন ব্যক্তি ৫৩৩ জনকে আক্রান্ত করেছেন।’

- Advertisement -google news follower

ঘানায় এ পর্যন্ত ৪ হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২২ জন মারা গেছে। সেরে উঠেছে ৪৯৪ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন।

দেশটি ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজার ৫০১ জনের করোনা টেস্ট করেছে। যা আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

- Advertisement -islamibank

নানা আকুফো-আদ্দো বলেছেন, ‘করোনা ক্ষেত্রে আমাদের কৌশল হলো আক্রান্তদের খুঁজে বের করা, টেস্ট করানো ও তাদের চিকিৎসা দেওয়া। যাতে এই ভাইরাসের হাত থেকে আমরা দ্রুত মুক্তি পেতে পারি।’

আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫২ জন। মারা গেছে ২ হাজার ৩৪৪ জন। সেরে উঠেছে ২৩ হাজার ৮০০ জন। চিকিৎসাধীন রয়েছে ৪১ হাজার ২০১ জন। তথ্যসূত্র- আল জাজিরা

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM