চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৭নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ করোনার উপসর্গ থাকায় তিনদিন আগে নমুনা দিয়েছিলেন। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন আওয়ামী লীগের এই নেতা।
নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান বলেন, মুরাদ ভাইয়ের ভাড়া বাসার এক বাসিন্দার করোনা শনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরের নমুনা নেওয়া হয়েছিল। গত দুই দিন তার মারাত্মক জ্বর ছিল। আজ সকাল থেকে তার শ্বাসকষ্টও বেড়ে যায়। এ অবস্থায় রিপোর্ট আসার আগেই তিনি আজ সকালে মারা যান।