দেশের সব বিভাগের ওপর দিয়ে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে করোনা প্রার্দুভাব সেইসঙ্গে তাপদাহ দুয়ে মিলে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। সবচেযে দুর্ভোগে আছে নগরের খেটে খাওয়া মানুষরা। সূর্যের অগ্নিবাণে দেখা দিয়েছে জ্বর-সর্দি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন অসুখ।
বৃহস্পতিবার (১৪ মে) নগরে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের শেষ দিকে তাপমাত্রা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে।
চলতি মাসের শুরুতে ২ মে যেখানে গড়ে তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৭ মে তা বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৭ ডিগ্রি এবং ১৩ মে তা আরও বেড়ে দাঁড়ায় প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী দু’দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টি না হলে দিনের তাপমাত্রা স্বাভাবিক হবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।