পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবায় পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২) নামে দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটক রোকন রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশীয়ার মৃত আবুল কাশেম ছেলে এবং আবদুল একই গ্রামের জয়লালের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র তৈরির প্রধান মো. রোকন ও মো. আবদুল আটক করা হয়।
আটক আসামিদের নিয়ন্ত্রনাধীন পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অনুসন্ধান চালিয়ে চারটি দেশিয় তৈরি ওয়ানশুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।
তারা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মালামাল ও আটক আসামিদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।