লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে সর্দি-কাশিতে মারা গেছে মিজানুর রহমান নামে এক ডাব বিক্রেতা।
শনিবার (১৬ মে) সকালে তিনি মারা যান।
লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আব্দুল গফফার তথ্যটি নিশ্চিত করে জয়নিউজকে বলেন, মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ির শতাধিক লোককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া নতুন করে একই দিন জেলায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মীসহ আরো আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ জনে পৌঁছালো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জয়নিউজকে বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা গেছে পৌর শহরের ডাব বিক্রেতা মিজানুর রহমান।