লোহাগাড়ার বিবিবিলা শান্তি বিহার বৌদ্ধ মন্দির ভাংচুরের ঘটনায় রকি বড়ুয়ার সহযোগী মো. কামাল উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কামাল। বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন লোহাগাড় থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
আরও পড়ুন: মোবাইল দোকানের সেলসম্যান থেকে প্রভাবশালী ভিক্ষু!
পুলিশ সূত্র জানায়, কামাল উদ্দিন তার জবানবন্দিতে জানিয়েছেন, রকির নেতৃত্বে সেইদিন বৌদ্ধবিহারে হামলা চালানো হয়। বৌদ্ধবিহার ভাংচুর ঘটনাটি কেন্দ্র করে সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টি করতে চেয়েছিল রকি বড়ুয়া। ৩ মে গভীর রাতে বৌদ্ধবিহার ভাংচুর করা হয়।
এর আগে গত ১১ মে রাতে রকি বড়ুয়াকে নগরের মোহাম্মদপুর এলাকার নুর ম্যানশন ভবন থেকে আটক করে র্যাব।