প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে করে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ। এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ হিউম্যানিটি’।
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ হাজার ২৪০ পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। পাশাপাশি রমজানের শুরু থেকেই শহরের বিভিন্ন বস্তিতে ছিন্নমূল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইফতার সামগ্রী।
এদিকে খাদ্য ও ইফতারের পাশাপাশি করোনাভাইরাস বিস্তারে প্রথম থেকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি। এ পর্যন্ত টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ হাজার ৯৯০ জন।
সংগঠনের প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী এমএ হাসান জয়নিউজকে বলেন, জাতির এই দুঃসময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনাদের দোয়া ও সহযোগিতা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।