নিম্ন আয়ের মানুষের পাশে কাউন্সিলর প্রার্থী রুমকি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে তাদের অনেককেই। এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত।

- Advertisement -

রোববার (১৭ মে) বিকেলে তিনি নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা করে ডিম পোলাও বিক্রি করেন। এ সময় ১ হাজার জন শ্রমজীবী মানুষকে সহায়তা করেন কাউন্সিলর প্রার্থী রুমকি।

- Advertisement -google news follower

দেওয়ান বাজার, চন্দনপুরা ও চকবাজার এলাকায় এই সহায়তা নিয়মিত দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

রুমকি সেনগুপ্ত বলেন, করোনাভাইরাসের কারণে নগরে অনেক খাবারের হোটেল বন্ধ। তাই অনেক মানুষ সঠিক সময়ে ইফতার করতে পারে না। এই আসহায় মানুষগুলোর জন্য নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি।

- Advertisement -islamibank

এসময় তিনি দেশের বিত্তশালীদের করোনার এ ক্লান্তিকালে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

জয়নিউজ/তৌহিদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM