দেশব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। একইসঙ্গে বাড়ছে মৃত্যুর বহর। এদিকে করোনার থাবা থেকে পিছিয়ে নেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন তার এক ভাইয়ের স্ত্রীও।
রোববার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজের ল্যাবের পরীক্ষায় করোনা পজিটিভ রোগী হিসেবে তারা শনাক্ত হন।
চমেক ল্যাবের পরীক্ষায় পজিটিভ শনাক্তরা হলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২), এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মো. শহীদুল আলম ও পরিচালক ওসমান গণি (৪৫)।
জানা গেছে, নগরের সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কে বাসভবনটি রোববার রাতেই লকডাউন করে দেওয়া হয়েছে। ১৬ মে চমেক ল্যাব থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।