রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের বুধবার (১৯ মে) রাতে করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি একইদিন সন্ধ্যায় বায়তুশ শরফের পীর মাওলানা মো. কুতুব উদ্দীনের কাছে গিয়ে দোয়াও নেন। এসময় পীরকে স্পর্শ করে সালামও করেন তিনি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
একজন দায়িত্বশীল ব্যক্তি করোনা সন্দেহে নমুনা দেওয়ার পর অন্যব্যক্তিদের সংস্পর্শে কেন গেলেন সেই প্রশ্ন সংশ্লিষ্ট মহলের।
একটি সূত্র জানায়, মাওলানা কুতুব উদ্দীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরের পর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সন্ধ্যায় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল কোনো মাস্ক বা গ্লাভস না পরে পীরকে স্পর্শ করে দোয়া নিয়েছেন। পরে রাতেই জানা যায় বাবুলের করোনা পজেটিভ।
এদিকে বুধবার রাতেই আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাওলানা কুতুব উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।