শবে কদরের রাতে ঘরে বসে আল্লাহর ইবাদত করুন: শাহাদাত

করোনার থাবা থেকে মুক্তি পেতে পবিত্র শবে কদরের রাতে নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছেন নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে তিনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সবাইকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

- Advertisement -

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা প্রার্থনা করি পরম করুণাময় মহান আল্লাহ যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন। তিনি ঘূর্ণিঝড় আম্ফান থেকেও জনগণের হেফাজত কামনা করেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল কদরের রজনী পবিত্র ও কল্যাণময়। রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। পবিত্র কোরান শরীফে এ রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করা হয়েছে। এ কারণেই এই রাতের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি মুসলমানদের কাছে। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকবেন।

এ পবিত্র রাতের উসিলায় করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফান থেকে হেফাজত কামনা করে আল্লাহ্র দরবারে দোয়া করেন তিনি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM