চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২২৯ জনে।
বুধবার (২০ মে) চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৭২৬টি নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি’র ল্যাব
ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩২ জন নগরের এবং উপজেলায় ৯ জন। এদের মধ্যে চন্দনাইশে ৬ জন, বোয়ালখালীতে ১ জন ও আনোয়ারা উপজেলায় ২ জন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে মঙ্গলবার (১৯ মে) ২০৩টি নমুনা পরীক্ষায় ১০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও বুধবার ১৭০টি নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সবাই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় লোহাগাড়া উপজেলার ৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১২২৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৭ জন। আইসোলেশনে আছেন ১৫৬ জন রোগী। মৃত্যু হয়েছে ৪৪ জনের।