বাংলাদেশ টেলিভিশনের সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক দীপক আচার্য্য (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও একমেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বৃহস্পতিবার ( ২১ মে) সকাল ১১টার দিকে তিনি নগরের একটি ক্লিনিকে মারা যান। একই দিন বিকালে বোয়ালখালীর পশ্চিম শাকপুরা নিজ পারিবারিক শ্মশানে তাঁকে দাহ করা হয়।
উল্লেখ্য, তিনি বোয়ালখালীর পশ্চিম শাকপুরার স্বাধীন বাংলা বেতারের শিল্পী প্রয়াত লক্ষ্মীপদ আচার্যের ছেলে।
এদিকে তাঁর অকাল মৃত্যুতে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, শাকপুরা লালচাঁদ বাড়ি, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘ, লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের পক্ষে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।