ঈদে পর্যটন স্পটে ভিড় না করতে সিএমপির অনুরোধ

ঈদুল ফিতরের ছুটিতে নগরের পর্যটন স্পটগুলোতে ভিড় না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে নগরের পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েসলেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধ করা হয়েছিল। সে আদেশ এখনও বহাল রয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

- Advertisement -google news follower

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার রোধে ঈদুল ফিতরের ছুটিতে নগরের পর্যটন স্পটগুলোতে ভিড় না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM