ব্যক্তিগত পরিবহনে ঢাকা ছাড়া যাবে, গণপরিবহনে নয়

প্রাইভেটকার বা মাইক্রোবাসসহ ব্যক্তিগত পরিবহনে মানুষ ঢাকা ছাড়তে বা প্রবেশ করতে পারবেন। তবে কোনো গণপরিবহন ব্যবহার করা যাবে না।

- Advertisement -

এ জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ থেকে চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়।

- Advertisement -google news follower

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, এ রকম একটি নির্দেশনা তারা পেয়েছেন। নিজস্ব পরিবহনে যাতায়াতের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে পালন করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে এই বার্তা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে পৌঁছে গেছে।

- Advertisement -islamibank

গত ১৭ মে ঢাকার বাইরে যাওয়া এবং প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে পুলিশ। কিন্তু এর মাঝে অনেকে বিভিন্ন যানবাহনে কিংবা পায়ে হেঁটে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার চেষ্টা করছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM