চট্টগ্রামে আরও ১৬১ জনের দেহে করোনার বিষ

চট্টগ্রামে নতুন করে ১৬১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৯ জন নগরের ও ৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা পরীক্ষার তিন ল্যাবে মোট ৫৪৫টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে।

- Advertisement -

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১ টা নাগাদ চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ১০০ জন। বাকি ৩৭ জন রোগী বিআইটিআইডি ল্যাবে শনাক্ত হয়েছে। বাকি ২৪ জন শনাক্ত হয়েছেন সিভাসু ল্যাবে।

- Advertisement -google news follower

বিআইটিআইডি’র ল্যাব ২৪৭টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ২৭ জন নগরের ও ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে সিভাসু ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় মোট ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জন নগরের ও ১৪ জন বিভিন্ন উপজেলার।

আক্রান্তরা হলেন রহমতগঞ্জে একই পরিবারের ৩২ বছর বয়সী এক পুরুষ ও ২৭ বছর বয়সী এক নারী, পতেঙ্গা এলাকায় ৯ বছর বয়সী শিশু, ১২ বছরের কিশোর, ১৮ বছর ব্য়সী তরুণী, ২২ ও ২৭ বছর বয়সী দুই তরুণ, ৩৫ বছর বয়সী নারীও ৩২ ও ৪২ বছর বয়সী পুরুষ, সদরঘাট এলাকায় যথাক্রমে ৩১, ৩৫, ৪৫, ২৪ বছর বয়সী ৪ নারী এবং ৩৯, ৪৫ বছর বয়সী ২ পুরুষ, বহদ্দারহাট ৬৫ ও ৩৩ বছর বয়সী ২ নারী এবং ৪৩ বছরের এক পুরুষ, রাহাত্তারপুল এলাকায় ৩০, ৩০ ও ৩৫ বছর বয়সী ৩ নারী, পাঁচলাইশ মির্জাপুল এলাকায় শনাক্ত হওয়া একই পরিবারের দুজনের একজন ১৩ বছর বয়সী নারী, অন্যজন ৪১ বছর বয়সী পুরুষ, পাঁচলাইশে ২৯ বছর বয়সী নারী ও ২৯ বছর বয়সী এক পুরুষ, মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার একই পরিবারের দুই জন সদস্য— একজন ৫৭ বছর বয়সী নারী এবং অন্যজন ৪৪ বছরের পুরুষ।

- Advertisement -islamibank

এছাড়া ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের ৯ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজনের বয়স ২২ বছর। চারজনের বয়স ২১ বছর, বাকি দুইজনের একজনের বয়স ২৬ বছর বয়সী এবং অন্যজনের বয়স ২৩ বছর। হালিশহর পুলিশ লাইনের তিনজন সদস্য এবং দামপাড়া পুলিশ লাইনের একজন সদস্য। হালিশহর পুলিশ লাইনের তিনজন পুরুষের বয়স যথাক্রমে ৫৭, ২৮ ও ৩৪ বছর এবং দামপাড়া পুলিশ লাইনের ব্যক্তিটি ৩৮ বছর বয়সী।

করোনায় ইপিজেড এলাকায় ২৭, ৩২, ৩৬ বছরের তিন পুরুষ ও ৪৫ বছরের এক নারী এবং সিইপিজেডে ৫৭ বছরের এক পুরুষ, বন্দর এলাকার ২৫ বছর বয়সী পুরুষ, বন্দর ব্যাংক কলোনি এলাকার ২৩ তরুণী, বন্দরটিলার ১৮ বছর বয়সী তরুণী, ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার ৩৬, ২৭, ৩০ বছর বয়সী তিন নারী এবং ২৪ ও ২৭ বছর বয়সী দুই পুরুষ, চকবাজার চট্টগ্রাম কলেজের ৩৬ ও ৪৫ বছর বয়সী দুই পুরুষ ও ৩২ বছরের এক নারী, কোতোয়ালী এলাকার ৪৫ ও ৬১ বছর বয়সী দুজন পুরুষ ও ৪৯ বছর বয়সী এক নারী, লালখানবাজার এলাকার ৩৫, ৫৬ ও ৭০ বছর বয়সী তিনজন পুরুষ, হালিশহরের ৩০, ৩৮, ৫২ ও ৭০ বছর বয়সী চারজন পুরুষ শনাক্ত হয়েছেন।

এছাড়া হাজারীগলির ৫৩ বছর বয়সী পুরুষ, চেরাগী পাহাড় এলাকার ৩৭ বছর বয়সী পুরুষ, দামপাড়া ৪৩ বছর বয়সী পুরুষ, জিইসি এলাকার ৫০ বছর বয়সী এক নারী ও ১৯ বছর বয়সী এক তরুণ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছর বয়সী এক পুরুষ ও ২৮ বছর বয়সী নারী, দেওয়ানহাট এলাকার ৪৭ বছর বয়সী পুরুষ, বাকলিয়ার ৩৭ নারী ও ৬২ বছর বয়সী পুরুষ, আকবরশাহ এলাকার ৩৪ বছর বয়সী পুরুষ, খুলশী থানার ৫০ বছর বয়সী পুলিশ সদস্য, মাইজপাড়ার ৩০ বছর বয়সী পুরুষ, সদরঘাটের ৩২ বছর বয়সী পুরুষ, আছদগঞ্জের ৩৫ বছর বয়সী পুরুষ, টেক্সটাইল এলাকার ৩৩ বছর বয়সী পুরুষ, সিটি গেট এলাকার ৩০ বছর বয়সী এক পুরুষ, ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ বছর বয়সী এক পুরুষ, বউবাজার এলাকার ২৫ বছর বয়সী পুরুষ,ওআর নিজাম রোড এলাকার ২২ বছর বয়সী এক পুরুষ করোনায় শনাক্ত হয়েছেন।

তাছাড়া পাহাড়তলীতে ৩৩ ও ৬০ বছর বয়সী দুজন পুরুষ, আগ্রাবাদে ৪২ ও ২৩ বছর বয়সী দুই পুরুষ, টেরিবাজারে ৫৮ বছর বয়সী পুরুষ, ফিরিঙ্গিবাজার এলাকায় ১৮ বছরের কিশোর, নাসিরাবাদ ৪২ বছরের পুরুষ, কাজীর দেউড়ি এলাকায় ৩৫ বছর বয়সী পুরুষ, বায়েজিদ ৩২ ও ৬২ বছরের দুই পুরুষ, বিএইচসিতে ৩৪ বছরের পুরুষ, টাইগারপাস এলাকার ৪৫ বছর বয়সী পুরুষ, আকবরশাহ থানার ৩০ বছর বয়সী পুরুষ, আলকরণ এলাকার ৩৫ বছরের এক নারী ও জয়নগর এলাকার ২২ বছরের নারীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বিআইটিআইডিতে চিকিৎসাধীন তিনজন নারীও রয়েছেন— যাদের বয়স ১৫, ১৮ ও ৪৯ বছর। নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ৭২ বছর বয়সী একজন পুরুষের মধ্যেও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেনারেল হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ ও ৫৮ বছর বয়সী দুই নারীর শরীরেও করোনার জীবাণু মিলেছে।

উপজেলায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে রাউজান উপজেলার পাঁচজন— এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে পুরুষের বয়স ৩২ বছর এবং নারীদের বয়স যথাক্রমে ৪১, ১৫, ৩৫ ও ৫৪ বছর। বোয়ালখালীর পশ্চিম কধুরখীল এলাকায় শনাক্ত হয়েছেন ৩১ বছর বয়সী পুরুষ ও অন্য এলাকার ৫০ বছর বয়সী এক নারী। পটিয়ায় শনাক্ত হলেন ৪৮, ২৭ ও ৩৫ বছর বয়সী তিনজন পুরুষ এবং ১৭ বছর বয়সী এক কিশোর। এছাড়া করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন হাটহাজারী উপজেলার তিনজন— ২৫ ও ৪৯ বছর বয়সী দুই পুরুষ এবং কামালপাড়া এলাকার ৪৯ বছর বয়সী নারী। সর্বশেষ একজন সীতাকুন্ডের আমিরাবাদ এলাকার ১৬ বছর বয়সী পুরুষ। রয়েছেন বারইয়ারহাট কলেজের ৩০ বছর বয়সী এক পুরুষও।

এদিকে ফলাফলে ১২ বছর বয়সী কিশোরী, ৫২ ও ৬০ বছর বয়সী দুই নারী এবং ২৩, ৩২, ৩৫, ৪০, ৪৩, ৫২ ও ৫৪ বছর বয়সী সাতজন পুরুষের মধ্যে করোনা শনাক্ত হলেও তাদের ঠিকানা জানা যায়নি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM