করোনা মহামারীর কারণে সৌদি আরবে উৎসবের আমেজ ছাড়াই এবার অন্যরকম ঈদ উদযাপিত হচ্ছে।
জানা গেছে, এ বছর মক্কা-মদিনাসহ দেশটির কোথাও ঈদ জামাতের আয়োজনও করা হয়নি। এমনকি এবারই প্রথম মসজিদে তারাবির নামাজ পড়া থেকে বঞ্চিত হন দেশটির মুসলমানরা।
এদিকে করোনাভাইরাস সংক্রমণরোধে সৌদি আরবে দু’মাস ধরে মসজিদে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে।
এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।