করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে করোনা আক্রান্তের হার। করোনার প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিভিন্ন সংগঠন মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তেমনই কাজ করেছে সামাজিক সংগঠন ‘তারুণ্যর ৭১’।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নগরের কোতোয়ালী ও সদরঘাট থানার বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ রোজায় ইফতার বিতরণ করছে সংগঠনটি। মানবিকতার এই অসাধারণ উদ্যোগে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ।
ওই সংগঠনের সেচ্ছাসেবকরা বলেন, তারুণ্যর ৭১ করোনার শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন যাবৎ কোতোয়ালী ও সদরঘাট থানার বিভিন্ন জায়খায় খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং রোজায় ইফতার বিতরণ করা হয়েছে। করোনার এই ছোবল যতদিন থাকবে ‘তারুণ্যর ৭১’ সবসময় মানুষের পাশে থাকবে।