সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে খুলনার উপকূল কয়রায় ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতকালে হাঁটু পানিতে ঈদুল ফিতরের জামাত আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের অবসানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান জানান, তদন্ত কমিটিতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনকে প্রধান করা হয়েছে।
এছাড়া অপর দুই সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. হুমায়ুন কবির ও কয়রার সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই-আলম সিদ্দিকী। গঠিত কমিটিকে অতিদ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিকে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের স্বার্থেই বাধ্য হয়ে ঈদের জামাত পানির মধ্যে আদায় করতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে অন্যকোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তারা।