চট্টগ্রাম কারাগারে প্রথম করোনার হানা

চট্টগ্রাম কারাগারের ২৮ বছর বয়সী এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশ হওয়া রিপোর্টে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

আক্রান্ত কারারক্ষী করোনার উপসর্গ নিয়ে গত ২৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করা হয়।

- Advertisement -google news follower

করোনা শনাক্ত হওয়ার পর লক্ষ্মীপুরের বাসিন্দা এ কারারক্ষীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত কারারক্ষী বলেন, আমার এখন মাথাব্যাথা করছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারের কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এর ফলে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি বন্দী থাকা এ কারাগার বড় ঝুঁকির মধ্যে পড়ে গেল।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM