চট্টগ্রামে একদিনে ১০ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৫৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১১৫ ও উপজেলার ৪৪ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন চিকিৎসক রয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২৯ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, চমেক ল্যাবে শুক্রবার শনাক্তদের মধ্যে ১০ জন চিকিৎসক আছেন।

বিআইটিআইডি ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবের প্রধানসহ দু’জন পজিটিভ হওয়ার প্রেক্ষিতে আপাতত এই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

- Advertisement -islamibank

চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৯৩ জন ও উপজেলার ৪ জন।

সিভাসু ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাঁদের মধ্যে নগরের ২২ জন ও উপজেলার ৩৯ জন।

কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১ জন, আনোয়ারার ১ জন, বোয়ালখালীর ৫ জন, পটিয়ায় ১৩ জন, রাউজানের ১ জন, চন্দনাইশের ১৩, হাটহাজারীতে ১ জন, সীতাকুণ্ডে ৮ জন ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৮৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭১ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM