বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কর্মচারীসহ আরও ৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনিবার (৩০ মে) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় বান্দরবানে নতুন করে ৩ জনের করোরা পজিটিভ এসেছে।
আক্রান্তরা হলেন- সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সদরের ১ জন, রুমা উপজেলার হাতিমাথা পাড়ার ১ জন এবং থানচি উপজেলা এলজিইডি অফিসের ১ জন কর্মচারী। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, শনিবারের কক্সবাজার ল্যাবের রিপোর্টে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগীর সংখ্যা এখন ৩১ জন।