চমেক ল্যাবে আরও ১২১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ল্যাবে ২৬০ নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১১২ জন ও উপজেলার ৯ জন।

- Advertisement -

শনিবার (৩০ মে) চমেক থেকে প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

- Advertisement -google news follower

আক্রান্তরা হলেন বহাদ্দারহাটের ২ জন, খুলশীর ৩ জন, মনসুরাবাদের ১ জন,খাজারোড ১ জন, হাটহাজারী ১ জন, আগ্রাবাদ ৩ জন, দামপাড়ার ১৭ জন, নজুমিয়া হাট (হাটহাজারী) ১ জন, আসকার দিঘির পাড় ১ জন, নন্দনকানন ১ জন, কালামিয়া বাজার ১ জন, অক্সিজেন ২ জন, চকবাজার ২ জন, সদরঘাট ২ জন, নেভি গেইট ১ জন, হাজারিগলি ২ জন, বলোয়ার দিঘি ১ জন, খলিফাপট্টি ১ জন, আসাদগঞ্জ ১ জন, দেওয়ানজি পুকুর পাড় ১ জন, কেন্দ্রীয় জেল ৪ জন, পতেঙ্গা ৬ জন, জামালখান ১ জন, মোমিন রোড ১ জন, আজাদখান বাই লেইন ১ জন, হিলভিউ ৩ জন, লোহাগাড়ার ২ জন, বায়েজিদ ৩ জন, সাতকানিয়া ১ জন, চমেকের ১০ জন, পাহাড়তলী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, মিরসরাই ১ জন, চট্টেশ্বরী১ জন, নাসিরাবাদ ১ জন, অলংকার ১ জন, চান্দগাঁও ৪ জন, পূর্ব মাদারবাড়ি ১ জন, কোতোয়ালি ৫ জন, জাকির হোসেন সড়ক ১ জন, ফটিকছড়ি ১ জন, চন্দনাইশ ১ জন, ডবলমুরিং ১ জন, বাকলিয়া ১ জন, আমিরবাগ ১ জন, ঈসা খান ১ জন, ঈসা খান হাই স্কুল কলোনি ১ জন, বন্দর ১০ জন, হালিশহর ৪ জন, নিউ মুরিং ও পোর্ট কলোনিতে একজন করে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM