ফিলিস্তিনিএক যুবককে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট।
জেরুসালেমে ৩২ বছর বয়সী আইয়াদ হালেককে নামের ওই যুবককে ইসরায়েল পুলিশ গুলি চালিয়ে হত্যা করে। তবে এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি।
হালেকের স্বজনরা বলছেন, তিনি ছিলেন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের স্কুলে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল পুলিশ।
এদিকে ইসরায়েল পুলিশেল দাবি, হালেকের কাছে পিস্তলের মতো দেখতে কিছু ছিল বলে সন্দেহ হয়েছিল। তাকে থামার নির্দেশ দেওয়া হলেও তা মানতে ব্যর্থ হন হালেক। তখন পুলিশ কর্মকর্তারা গুলি চালিয়ে দেয়।