চট্টগ্রামে ৪০৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ৯১ জন ও উপজেলার ২৭ জন রয়েছেন।
রোববার (৩১ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৫ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে নগরের ৮৯ জন। বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ৭ জনের পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ২ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ১২ জন, রাউজানের ৩ জন, হাটহাজারীর ২ জন ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।