আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ মে আল্লামা হাশেমী হুজুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরে আইসিইউ সাপোর্টও দেওয়া হয়েছিল।
মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া।
এদিকে আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক শোকবার্তায় মেয়র বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা হাশেমী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ । আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।
জয়নিউজ/পিডি