বাংলা বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাস ‘মধুমাস’ হিসেবে পরিচিত। কারণ এ মাসে নানা জাতের রসালো মিষ্টি ফলে রঙিন হয়ে উঠে বাজার।
এর মধ্যে অন্যতম হলো কাঁঠাল। আমাদের জাতীয় ফল। খেতে যেমন সুস্বাদু। তেমনি প্রচুর ভিটামিন থাকায় কাঁঠালের গুরুত্ব কম নয়। কাঁঠাল যে মানুষের কত প্রিয়। তা বোঝা যায় গ্রামের প্রায় সকলের বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ দেখে।
তবে নগরে জীবনে কাঁঠালের স্বাদ পেতে বাজারই ভরসা। এখন অবশ্য বিদেশি জাতের কাঁঠালে সয়লাব তবুও কাঁঠালের মধুরস বলে কথা।
নগরের বাজারগুলোতে এখন তাই কাঁঠাল মৌ মৌ সৌরভ। পুরাতন রেলস্টেশনের সামনে মঙ্গলবার (২ জুন) সকালে গিয়ে দেখা যায়, সাইজভেদে ১৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁঠাল। ক্রেতাদের মধ্যে খুচরা ফল ব্যবসায়ীরাই এখানে বেশি। দাম একটু স্বাভাবিকভাবে বেশি হওয়ায় দর কষাকষিও চলছে সমানতালে। তবে বিক্রেতারা বলছেন, কাঁঠাল কিনে পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচ বেশি হওয়ায় বাজারে কাঁঠালের দামের এমন উর্ধ্বগতি।