হাটহাজারীতে ১শ মিটার অবৈধ ঘেরা জালসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার মেখল এলাকায় হালদা নদীতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মেখল এলাকায় হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন হাটহাজারীর নতুন ইউএনও রুহুল আমিন। এসময় নদীতে অবৈধভাবে জাল ফেলে মাছ ধরার সময় ১শ মিটার অবৈধ ঘেরা জালসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আটক যুবককে ১ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাইফুল উপজেলার মেখল ইউনিয়নের মোজাফ্ফরপুর এলাকার মৃত নুরুল হকের পুত্র।
উদ্ধার হওয়া জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নেয়াজ মোর্শেদ, মেখল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও হাটহাজারী থানা পুলিশ।
জয়নিউজ/হোসেন