চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১১৯ ও উপজেলার ৮৭ জন।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৪ ল্যাবে ৬২১টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি’র ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৫২টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ৩৬ জন ও উপজেলার ২৩ জন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৭৪ জন ও উপজেলার ১৩ জন।
সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ জন নগরের ও ৫০ জন উপজেলার বাসিন্দা।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার বাসিন্দা।
উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ার ৪৯ জন, বাঁশখালী ১২ জন, লোহাগাড়া ১ জন, রাউজানের ৩ জন, ফটিকছড়ির ৮ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের ৩ জন ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭৭ জন। সুস্থ হয়েছেন ২৪২ জন।