কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া বিশেষ ডিজাইনে নির্মিত সাতটি ঘর পাবে সাত পাহাড়ি পরিবার।
এ প্রকল্পের জন্য ব্যয় হবে ৩৮ লাখ ৫৭ হাজার ৬ শত ৪৪ টাকা। ইতোমধ্যে এ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৯ জুন দরপত্র জমা দেওয়ার শেষ দিন। জুন মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে উপজেলা এলজিইডি দপ্তর জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জয়নিউজকে বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হবে। সাতটি ঘরের মধ্যে চন্দ্রঘোনা, রাইখালী ও চিৎমরম ইউনিয়নে একটি করে এবং কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে দুটি করে ঘর নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের তালিকা যাচাই-বাছাই করে সিলেকশন করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জয়নিউজকে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ ডিজাইনের সাতটি ঘর উপজেলার পাঁচটি ইউনিয়নে হতদরিদ্রের দেওয়া হবে।