বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শত শত নৌযানে জিনিসপত্র আসে চাক্তাই বাজারে। কর্ণফুলি নদী হয়ে চাক্তাই খালে এসে এসব পণ্য খালাস হয়। খালের ঘাটে জায়গা না হওয়ায় বেশিরভাগ নৌযান ছড়িয়ে ছিটিয়ে নোঙর করা থাকে। অনেক নৌযান আবার খালের উপর যে ব্রিজটি আছে সেটির রেলিংয়ের সঙ্গে দড়ি বেঁধে নোঙর করা হয়।
স্থানীয়রা জানান, খালের ব্রিজটি এমনিতেই নড়বড়ে। উপরন্তু মালামালবোঝাই ভারী নৌযানগুলো ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাঁধা হচ্ছে। ফলে এগুলোর জয়েন্টে ফাটল সৃষ্টি হচ্ছে। যা ব্রিজটিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে।
শনিবার (৬ জুন) দুপুরে চাক্তাই ব্রিজ এলাকা থেকে ছবিগুলো তোলা