চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত মুমুর্ষ রোগীদের চিকিৎসার্থে ক্লো মিটারসহ ১৩টি অক্সিজেন সিলিন্ডার দিলেন বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী।
সোমবার (৮ মে) দুপুরে জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ইউনিট-২ হলি ক্রিসেন্ট হাসপাতালে এসব সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি ।
এসময় সিভিল সার্জন করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের অনুরোধে বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী এ সংকটময় মুহুর্তে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়ে যে সহযোগিতা করেছেন, এটা নিঃসন্দেহে একটি মানবিক কাজ। সমাজের বিত্তশালীরা এভাবে এগিয়ে আসলে এ মহামারি থেকে অনেকে রক্ষা পাবে।
এতে উপস্থিত ছিলেন হলি ক্রিসেন্ট হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনোয়ার হোসেন চৌধুরী, বিএসএম গ্রুপের ম্যানেজার (এডমিন ও এইচআর) মো. আলাউদ্দিন, সহকারী ম্যানেজার মো. আইয়ুব খান ও মো. মিজানুর রহমান।
জয়নিউজ/কাউছার/বিআর