হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির চিকিৎসার খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতি ৩০ মিনিট পর তার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম।
এর আগে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগা আল্লামা শফির হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৭ জুন) রাতে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সোমবার (৮ জুন) তার চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্টে আল্লামা শফির শরীরে করোনার উপস্থিতি মেলেনি।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম বলেন, চমেকে ভর্তি হওয়ার পর থেকে আল্লামা শফির চিকিৎসার খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে।