বান্দরবানে এসি ল্যান্ডসহ ৫ জন করোনায় আক্রান্ত

বান্দরবানে এসি ল্যান্ডসহ ৫ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কক্সবাজার ল্যাবের বুধবার (১০ জুন) রাতের রিপোর্টে করোনা পজেটিভ আসে।

- Advertisement -

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় নতুন আরো ৫ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) শাহীনুর আক্তার। অন্যরা হলেন, পারভেজ মুন্না, মোতালিব হোসাইন, ওসমান আলী এবং রুমা উপজেলায় জালাল হোসেন। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৭৬ জন। উপসর্গ থাকায় আরও অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সদরের এসি ল্যান্ডসহ ৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত এখন ৭৬ জন। সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সতর্ক, সচেতন হতে হবে।

জয়নিউজ/শাহরিয়ার/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM