করোনায় মারা গেলেন জাপা নেতা বাহাউদ্দিন বাবুল

করোনায় আক্রান্ত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল মারা গেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

- Advertisement -google news follower

বাহাউদ্দিন বাবুলুর মৃত্যুতে শোক প্রকাশ করে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বিবৃতিতে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরিক্ষিত নেতা ছিলেন বাবুল। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাও বাহাউদ্দিন বাবুলের মৃত্যুর শোক প্রকাশ করেছেন।

- Advertisement -islamibank

বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM