যুক্তরাষ্ট্রকে চুপ থাকতে বলল উত্তর কোরিয়া

অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দিতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া।

- Advertisement -

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের হটলাইন বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এটিকে হতাশাজনক বলে আখ্যা দেয়। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটিকে চুপ থাকতে বলেছে উত্তর কোরিয়া।

- Advertisement -google news follower

উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএতে এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত মুখ সামলে কথা বলা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে নিরাপদ করতে চাইলে ওয়াশিংটনের উচিত আন্তঃকোরীয় ব্যাপারে নাক না গলিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে নজর দেয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতরের যুক্তরাষ্ট্র বিষয়ক বিভাগের মহাপরিচালক কিয়ন জং গুন বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজের সমস্যার বিষয়ে মনোযোগ না দিয়ে এসব উল্টাপাল্টা মন্তব্য করে নাক গলায়; যখন তাদের রাজনৈতিক পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তাহলে তাদের এমন সমস্যার মধ্যে পড়তে হবে যা কাটিয়ে উঠতে তাদের কষ্ট হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM