চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ৮৮, উপজেলার ১১৯ জন।
বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৫ ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি’র ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ১০ জন ও উপজেলার ১৬ জন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবের ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা।
চবি ল্যাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১১৭টি নমুনায় পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১ জন নগরের ও ৫৭ জন উপজেলার বাসিন্দা।
ইম্পেরিয়াল ল্যাব
ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৩৮টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই নগরের বাসিন্দা।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৬ জন, সাতকানিয়ার ১ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীতে ১০ জন, রাঙ্গুনিয়া ১০ জন, রাউজানে ১ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ৫৭ জন, সীতাকুণ্ডে ১০ জন ও মিরসরাইতে ৩ জন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৫৯৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩০৬ জন।