ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পর এবার করোনাভাইরাসে বগুড়া হটস্পটে পরিণত হয়েছে। তবুও স্বাস্থ্যবিধি না মেনেই সব কিছু চলছে।
বৃহস্পতিবার (১১ জুন) ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বগুড়া সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে বগুড়ার বাসিন্দা ৯৮ জন।
বগুড়ায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ১৩৫ জন ছাড়িয়ে গেছে। এদিকে জেলায় প্রতিদিন জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি না মানায় তা আরো ছড়িয়ে পড়ছে সব উপজেলায়।
জয়নিউজ/পিডি