রামুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রামুতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। এর মধ্যে ৪৯ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দা এবং ৬৩ জন বিশেষ বাহিনীর সদস্য।
শনিবার (১৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
নতুন করোনায় শনাক্ত হওয়াদের মধ্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার বাসিন্দা নুর আহমেদ ও তার ছেলে দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি, পরিবেশ ও প্রকৃতির বন্ধু সাংবাদিক ইব্রাহীম খলিল মামুন এবং দুইজন বিশেষ বাহিনীর সদস্য রয়েছেন।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল আইশোলেশনে আছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।