র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, হাটহাজারীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ছিলেন এমনটা জানিয়ে সেই সময়কার স্মৃতিচারণ করে আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের ছাত্র থাকাকালে হাটহাজারীতে অনেকবার আসা হয়েছে আমার। আমার সেই আত্মিক সম্পর্ক র্যাব ফোর্সের মাধ্যমে জারি থাকবে।
র্যাবের হাটহাজারী ক্যাম্পের (সিপিসি-২) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রোববার (১৪ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার মিরেরখিল গ্রামের আব্বাছিয়ার পুল এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।
ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক আরও বলেন, অনেক সময় আমরা দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হই। অপরাধীরা আমাদের বাধা দেয়। তখন স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা পায়।
আশাকরি, হাটহাজারীতে র্যাবের ক্যাম্প স্থাপনে এ উপজেলার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের যেভাবে সহযোগিতা করেছে পরবর্তীতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে।
হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটাহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম ও স্থানীয় সাংবাদিকরা।
পরে ক্যাম্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিশেষ অনুরোধে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হালদা নদী পরিদর্শনে যান। এ সময় হালদার জীববৈচিত্র্য রক্ষায় র্যাব সদস্যরা কাজ করবেন বলে জানান র্যাবের এ শীর্ষকর্তা।