করোনা মহামারীতে যারা কাজ করবেন তাঁরা যোদ্ধা: মেয়র নাছির

করোনা মহামারীর এই ঝুঁকি মোকাবেলায় দেশের সেবায় যারা কাজ করবেন তাঁরা যোদ্ধা হিসেবে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (১৪ জুন) চসিকের ২৫০ শয্যার সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের দুই দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

কোভিড আইসোলেশন সেন্টারে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, করোনা সেবাদানকালে প্রথমে খেয়াল রাখতে হবে নিজেকে সুরক্ষিত রেখে কিভাবে সেবা দেওয়া যায়। নিজেকে সুরক্ষিত রেখে সেবা দেওয়া গেলে দীর্ঘদিন সেবা দেওয়া সম্ভব।

মেয়র আরো বলেন, এ আইসোলেশন সেন্টারের সেবার উপর চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবার সুনাম জড়িত। তাই নগরবাসী যত বেশি সেবা পাবেন তত বেশি চসিকের সম্মান বৃদ্ধি পাবে।

- Advertisement -islamibank

এ সময় চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী, ডা. সুশান্ত বড়ুয়া, ডা. অনুরুদ্ধ ঘোষ জয়, ডা. মো. রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM