চট্টগ্রামের যেসব এলাকা রেড জোনে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১০টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার (১৩ জুন) করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভার একটি কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

- Advertisement -

রেড জোনে থাকছে নগরের পাহাড়তলী থানার ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড, খুলশী থানার ১৪নং লালখানবাজার ওয়ার্ড, কোতোয়ালি থানার ১৬নং চকবাজার ওয়ার্ড, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড, ২১নং জামালখান ওয়ার্ড ও ২২নং এনায়েতবাজার ওয়ার্ড, হালিশহর থানার ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, বন্দর থানার ৩৭নং উত্তর মধ্য হালিশহর ওয়ার্ড ও ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড এবং পতেঙ্গা থানার ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড।

- Advertisement -google news follower

এদিকে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM