হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়া মাত্র রোগীকে নিয়ে স্বজনরা বেরিয়ে পড়েন অ্যাম্বুলেন্স নিয়ে। একটু চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোর দ্বারে দ্বারে ঘুরে কোথাও ঠাঁই মেলে না। উপায়ন্তর না পেয়ে ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে। আবার যাদের সার্মথ্য নেই তাদের ভরসা এ হাসপাতাল।
কিন্তু এখানেও যে সময়মতো চিকিৎসা পাওয়া ভাগ্যের ব্যাপার! আবার রোগীর স্বজনদের অভিযোগ, ভর্তি হয়ে চিকিৎসা পেতে নাকি পদে পদে পোহাতে হয় নানা ভোগান্তি।
- শ্বাসকষ্টে ভুগে প্রতিদিন শুধু চমেকে মারা যাচ্ছেন অনেক রোগী। স্বজনদের কান্নায় এখন ভারী চমেকের আকাশ-বাতাস। তবুও একটু শ্বাস নেওয়ার আশায় চমেকের জরুরি বিভাগে রোগীর ভিড় লেগেই থাকে।
সোমবার (১৫ জুন) সকালে চমেক হাসপাতাল এলাকা থেকে ছবিগুলো তোলা।