ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

রাউজানে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এয়াকুব নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এয়াকুব রাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মোঃ ইসহাকের পুত্র।

- Advertisement -

রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, রাউজান আর্যমৈত্রেয় ইনষ্টিটিউশনের ৭ম শ্রেণির ছাত্রী স্কুল থেকে ফেরার পথে এয়াকুব তার পথরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন এসে এয়াকুবকে আটক করে। পরে তাকে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট শামীম হোসেন রেজার আদালতে সোপর্দ করা হলে তিনি এয়াকুবকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ