করোনার উপসর্গে তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি শামশুল আলমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় নগরের বেসরকারি সার্জিস্কোপ ইউনিট-২ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)।

- Advertisement -

সমিতির অর্থ সম্পাদক আবদুল আলীম বলেন, সভাপতি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। প্রথমে তিনি ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে অনেক চেষ্টার পর সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।

- Advertisement -google news follower

সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফন হবে। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নগরের রিয়াজউদ্দিন বাজারসহ ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM